নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এবং নবীগঞ্জের সীমান্তবতী ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য শুণ্য পদে গতকাল সোমবার উপ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ লুৎফুর রহমান (মরিচ প্রতীক) ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধি সৈয়দ জুবায়ের (ভ্যান গাড়ী প্রতীক) পেয়েছেন ৩৯৫।
খালাইনজুড়া সরকারী প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ রায়হানুল হারুন, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্ত্তী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম পরিদর্শন করেছেন।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমদ। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহন চলে। মোট ভোটার ১ হাজার ১ শত ৭১ ভোট। এরমধ্যে ৮ শত ৫১ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। এ ব্যাপারে প্রিজাইটিং অফিসার জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি আশানুরুপ ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পুর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন ও ফলাফল ঘোষনা করা হয়েছে। ৪১ ভোটের ব্যবধানে মোঃ লুৎফুর রহমান মরিচ প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আইনশৃংখলা রক্ষায় বিপুল পরিমান পুলিশ ও আনসার বাহিনী দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, উক্ত ওর্য়াডের নির্বাচিত মেম্বার সাইফুল ইসলাম সেলিম ক্যান্সার আক্রান্ত হয়ে বিগত ১০/১২/২০১৪ইং তারিখে মৃত্যু বরণ করলে ওই আসনটি শুন্য ঘোষনা করা হয়। ফলে বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার ভোট গ্রহন ও বেসরকারী ভাবে ফলাফল ঘোষনার কাজ সম্পন্ন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj