বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আপন চাচির হাতে আড়াই মাসের শিশু হোসাইন খুন হয়েছে । হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক চাচি শাহেনা (৩০) আদালতে জবানবন্দী প্রদান করেন।
ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর আনুমানিক বিকাল ৫ ঘটিকায়।
জানা যায়, দুই জায়ের মনোমালিন্যর জেরে বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফরহাদ মিয়ার আড়াই মাসের পুত্র শিশু হোসাইন কে মুখে আঙ্গুল ঢুকিয়ে হত্যা করেন তার বড় ভাই ফয়েজ মিয়ার স্ত্রী ঘাতক চাচি শাহেনা বেগম।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
উক্ত জগন্যতম ঘটনায় মৃত শিশুর বাবা ফরহাদ মিয়া(২৮) তার বড় ভাইয়ের স্ত্রী শাহেনা বেগম কে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে এর দিকনির্দেশনায় এবং বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস এর সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে পলাতক ঘাতক চাচি শাহেনা বেগম কে ৮ ডিসেম্বর আনুমানিক রাত ২ টার সময় বানিয়াচংয়ের কুন্ডুরপাড় থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন জানান,ঘাতক শাহেনা বেগম কে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠায়।সেখান থেকে জড়িত মর্মে স্বীকার করে স্বেচ্ছায় ১৪৪ দ্বারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj