নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের অসহায় দরিদ্র কৃষকের একটি গাভী চুরি করে সেটি জবাই করে মাংস নিয়ে চামড়া ধানক্ষেতে ফেলে দিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত চোরের দল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার কামাল উদ্দিন ফুরুত মিয়ার একটি গাভী চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও গাভী না পেয়ে হতাশ হয়ে পড়েন ফুরুত মিয়া।
শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ২ টার দিকে একই গ্রামের আজগর আলীর পুত্র রাজু মিয়া প্রথম দেখতে পান নবীগঞ্জ-বানিয়াচং সড়কের আব্দুল মন্নাফ মাষ্টারের বাড়ির পিছনে আমন জমিতে একটি গরুর চামড়া পড়ে রয়েছে এবং পাশে রক্তের দাগ রয়েছে।
এ খবর পেয়ে গাভীর মালিক ফুরুত মিয়া দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় সেখানে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, রাজাবাদ গ্রামের মুরব্বি মহিবুর রহমানসহ স্থানীয় লোকজন।
সকলের উপস্হিতিতে গাভীর মালিক ফুরুত মিয়া গাভীর চামড়া দেখে এটি তার গরুর চামড়া বলে শনাক্ত করেন। পরে উপস্থিত মুরব্বিরা তাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন। গাভীটির মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন গাভী মালিক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj