আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ থানার উদ্দ্যেগে ৪ ডিসেম্বর সকাল ১০ টায় নবীগঞ্জ থানার সভাকক্ষে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা জন্য সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এস আই সমীরণ দাশের পরিচালনায় অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
বক্তব্য রাখেন, দীপেন্দু দাশ গুপ্ত, হরিপদ দাশ, ধনঞ্জয় দেবনাথ, রজত কান্তি গোস্বামী, ইসকনের অধ্যক্ষ বিপীন বিহারী ব্রম্মচারী, দীরেশ রঞ্জন ধর, জীপেশ গোপ প্রমুখ। এ সময় বিভিন্ন ধর্মীয় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক মন্দিরের সমস্য তুলে ধরে সমাধানের জন্য নবীগঞ্জ থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রধান আলোচক মোঃ ডালিম আহমদ বলেন, ধর্মীয় প্রতিষ্টানের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। অপরাধীর কোন ধর্ম নাই, জাত নাই। ধর্মীয় প্রতিষ্টানে চুরি ও হামলাকারীদের ব্যাপারে অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। তাই মন্দির ও আশ্রমের পাশে কোন অপরিচিত বা সন্দেহজনক লোক ঘুরাফেরা করতে দেখলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করার আহ্বান জানান। এছাড়া প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানে সিসি ক্যামারা ও নৈশ প্রহরীর ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সকল নের্তৃবৃন্দের প্রতি আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj