বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন। গতকাল রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র এ তথ্য জানায়।
এর আগে গত ৫ মে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সেদিন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৫ মে পরবর্তী সাক্ষ্য-জেরার জন্য দিন ধার্য করেছিলেন।
মামলার বিষয়ে পরামর্শ করতে গতরাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন বলে জানা যায়। এর আগে সর্বশেষ ৫ এপ্রিল আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। ওই দিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন।
এরপর ৫ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেদিন তিনি আদালতে হাজির হননি বলে জানান তার আইনজীবীরা।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩রা জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। অন্যদিকে ২০১০ সালের ৮ই আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj