চুনারুঘাট প্রতিনিধিঃ কাল ২৩ নভেম্বর মঙ্গলবার চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে চুনারুঘাট পৌর শহরে ব্যানার ও পোস্টারে সাজসাজ রব।নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম এমপি,যুগ্ন সাধারণ সম্পাদক শামিমা শাহরিয়ার এমপি , সাংগঠনিক সম্পাদক( সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা) কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা সহ জেলা পর্য্যায়ের সকল নেতারা উপস্থিত থাকবেন।
কৃষকলীগের বর্তমান সভাপতি মুজিবুর রহমান ও বর্তমান সেক্রেটারি মীর জামাল দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।তবে অধিকাংশ নেতা কর্মীরা জানান তৃণমুল থেকে রাজনীতি করে আসা রহমত তালুকদার সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় সম্মেলনের হিসাব পাল্টে গেছে।প্রকৃত কৃষক-কৃষানিদের নিয়ে পুরো উপজেলায় ছড়িয়ে আছে রহমত তালুকদারের জনমত।সে কারণে রহমত তালুকদার সাধারণ সম্পাদক হওয়ার সম্ভবনা বেশি।সকলের একই কথা রহমত তালুকদার হবে নেতা।
পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরশেদ আলীর ছেলে রহমত আলী তালুকদার ছাত্র জীবন থেকেই আওয়ামীলিগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন।আসন্ন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাঃসম্পদাক পদপ্রার্থী রহমত আলী তালুকদার এতদিন বাংলাদেশ কৃষকলীগ চুনারুঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন।২০০১ সালে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন।২০১২সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮নং ওর্য়াডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়া রাজনৈতিক জীবনে অনেক মামলা ও কারাভোগের স্বীকার হয়েছে রহমত আলী তালুকদার ।২০০৬ সালে বিএনপি সরকারের আমলে জামায়াত শিবিরের ষড়যন্ত্রে মামলায় কারাভোগ করতে হয়েছে।
রাজনিতীর পাশাপাশি কিছু সামাজিক সংগঠনেও কাজ করে আসছেন তিনি।,চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ:প্রচার সম্পাদক।চুনারুঘাট বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ:সভাপতি এবং "হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি।এছাড়া চুনারুঘাট বাজারের মের্সাস মামুন ট্রেডার্সের সত্বাধীকারী।পারিবারিক সূত্রে জানা যায় রহমত আলী তালুকদারের পিতা খুরশেদ তালুকদার আওয়ামীলীগের রাজনীতি সাথে জরিত চিলেন,বড় ভাই নূর আলী তালুকদার বর্তমানে যুবলীগ নেতা। রহমত তালুকদার পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শে ও আওয়ামীলিগের রাজনীতিতে বিশ্বাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj