আব্দুর রাজ্জাক রাজুঃ এসএসসি পরীক্ষার্থী উম্মে হাবিবা তানিয়া, লেখাপড়ায় অত্যন্ত ভালো। স্কাউটে প্রেসিডেন্ট পদক জয়ী মেয়েটি নিজেকে গড়তে চেয়েছিল স্বপ্নের মতো করে।
কিন্তু সফলতার সিঁড়িতে পা রাখতেই বাধা হলো দারিদ্র্য। কঠিন বাস্তবতায় হাবুডুবু খাচ্ছিল মেয়েটি।
এমন সময়ে তানিয়ার সঙ্গে দেখা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর। সেই থেকে বদলে যেতে শুরু করেছে তানিয়ার জীবনের গল্প।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে একটি অনুষ্ঠানে তানিয়াকে সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তানিয়া চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।তার আরও দুই ভাই রয়েছে। বাইসাইকেল ও রিকশার পাম্প দিয়ে আয় করা টাকায় সংসার চালান তাদের বাবা মোহাম্মদ আলী। এই অভাবের মধ্যেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল তানিয়া।
বিদ্যালয়ে মেধাবী ছাত্রী হিসেবে সবাই তাকে আদর করেন। লেখাপড়ার পাশাপাশি স্কাউটের সঙ্গে সম্পৃক্ত হয় হাবিবা। স্কাউটে সফলতার জন্য সে এ বছর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু এই সফলতার আনন্দ উপভোগ করার পরিবর্তে তার জীবনে নেমে আসে বিষাদের ছায়া। প্রায় ছয় মাস আগে মারা যান তার মা রাবেয়া খাতুন। এরপরও থেমে থাকেনি মেয়েটি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিমান প্রতিমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট নিতে যায় সে। অনুষ্ঠানের উপস্থাপক সবাইকে মেয়েটির পরিবারের আর্থিক দৈনতা ও মা হারানোর কথা জানান। পুরস্কার গ্রহণের সময় তানিয়ার চোখ ছিল অশ্রুতে টলমল। এ সময় প্রতিমন্ত্রী মাহবুব আলী তানিয়াকে সান্ত্বনা দেন। সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উভয়ই তার পাশে থাকার আশ্বাস দেন। পরে বিমান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মেয়েটির তথ্য নেন ও পরে যোগাযোগ করতে বলেন।
জেলা প্রশাসক ও বিমান প্রতিমন্ত্রীর এই আশ্বাসে তানিয়া আনন্দিত। সে জানায়, স্কাউটের শিক্ষায় প্রতিবন্ধকতা জয় করে উচ্চ শিক্ষিত হতে চায়। সে মানুষের মত মানুষ হয়ে সমাজ গঠনে অবদান রাখতে চায়।
এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির ব্যক্তিগত সহকারি মোছাব্বির হোসেন বেলাল জানান, তানিয়ার ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে। তাকে সহায়তা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj