স্টাফ রিপোর্টার : গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব। বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মনের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ প্রসেনজিৎ দেবকে আদালতে প্রেরণ করে। তখন বিচারক তাকে কারাগারে না পাঠিয়ে জামিনে মুক্তি দেন। হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুসহ বেশ কয়েকজন আইনজীবী আদালতে প্রসেনজিৎ দেবের পক্ষে জামিন প্রার্থনা করেন। এসময় দীর্ঘ শুনানী শেষে বিচারক আগামী ধার্য্য তারিখ পর্যন্ত তাকে জামিনে মুক্তি দেন।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের শোডাউন দিয়ে প্রসেনজিৎ দেবকে শায়েস্তাগঞ্জে নিয়ে যান। এ সময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে প্রসেনজিৎ দেব বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা। রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাসানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে র্যাব-হবিগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেবকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj