বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছিলেন রুবেল হোসেন। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে পরাস্ত করায় তাকে ‘খুনে মেজাজের বোলার’ আখ্যা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারা। দেখতে অবশ্য তেমন মনে নাও হতে পারে অনেকের কাছে। তবে সত্যিকারের রুবেল কিন্তু অনেক প্রতিভাবান। গানের জগতেও আছে দক্ষ শৈলী। এবার সেটারও প্রমাণ পাওয়া গেল। গান গেয়ে মঞ্চ মাতালেন ক্রিকেটার রুবেল।
সাদা পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পড়ে মঞ্চে হাজির হন রুবেল। তার সঙ্গে ছিলেন আরো দুজন তারকা ক্রিকেটার, নাসির হোসেন ও শফিউল ইসলাম। নাসিরও অবশ্য এ দিন গান গেয়েছেন। তবে রুবেলের দিকেই হয়তো নজর ছিল সবার। কী গান শোনাবেন বাংলাদেশের এই পেসার? সবাইকে অবাক করে গানের জগতে নিজের পারঙ্গমতা তুলে ধরলেন রুবেল। গাইলেন আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান, ‘এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন.....।’
গান গাওয়া শেষ হলে রুবেলের প্রশংসায় মেতে ওঠেন উপস্থাপিকা। বাংলাদেশের তারকা এই পেসারের গানে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘দ্যাট ওয়াজ সো গুড। ক্রিকেটের মাঝে অনেক নামি-দামি ক্রিকেটারকে আপনি বোল্ড করেছেন। আজ আমি বোল্ড হয়ে গেলাম। আমি নিশ্চিত যে এখানে সিক্স ব্যান্ডের যারা আছেন তারা এ বিষয়ে আমার সাথে একমত হবেন।’
এরপর রুবেলের বন্দনা করে ‘এখন অনেক রাত’ গানের কুশীলব আইয়ুব বাচ্চু বলেন, ‘রুবেল হোসেন বাংলাদেশের একজন চৌকস ক্রিকেটার। বাংলাদেশের গর্ব, অহংকার। অনেক ভালো বোলার, নামকরা একজন ক্রিকেটার। আমি অবাক হয়েছি যে ‘এখন অনেক রাত’ গানটি সে খুব সুন্দরভাবে গাইছে। পরবর্তীতে ক্রিকেট স্টেডিয়ামে যদি ক্রিকেটারদের জন্য কনসার্ট করি, তাহলে আমি চাইব রুবেল হোসেনও আমার সঙ্গে মঞ্চে এসে গানটা গাইবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj