আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা নামকস্হানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সূত্রে জানাযায়,২অক্টোবর(মঙলবার)দুপুর আড়াইটার দিকে উল্লেখিতস্হানে ওভারটেক করতে গিয়ে ঐ প্রাইভেটকারটি রাস্তার পাশে খালের পানিতে থলিয়ে গিয়ে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
সাথে সাথে আশপাশের স্হানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন এসে গাড়ির ভেতর থেকে দুই যুবক ও দুই যুবতীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত ৪জনের মধ্যে এক যুবককে নিহত ঘোষণা করেন।
এছাড়া গুরতর আহত এক যুবক ও যুবতীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
এবং অপর আহত যুবতীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
নিহত যুবক হলো,হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সত্তর তালুকদারের পুত্র রাহুল তালুকদার(২০)।
অন্য ৩ জনের মধ্যে গুরুতর আহত পান্না আক্তার(১৬) বানিয়াচংয়ের ৩নং ইউপি'র ৯নং ওয়ার্ডের ইনাথখানী মহল্লার আব্দুল কদ্দুস মিয়ার স্কুল পরোয়া কন্যা ও হবিগঞ্জ সদরের নিহত যুবকের বন্ধু রিপন(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্য আহত সাদিয়া আক্তার(১৩)পান্নার পাশের বাড়ির একই ঠিকানার আলকাছ মিয়ার স্কুল পরোয়া কন্যাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে আরও জানাযায়,পান্না ও সাদিয়া তারা দু'জন হবিগঞ্জের ঐ দুই যুবকের সাথে প্রাইভেটকার দিয়ে ভবানীপুড় রিসোর্টে গুরতে যায়।
রিসোর্টে গুরা শেষে দুপুরের খাবারের জন্য তাদেরকে নিয়ে ঐ যুবক হবিগঞ্জ শহরের এক রেষ্টুরেন্টে।
সেখানে তাদের দুপুরের ডিনার শেষ করে ঐ দুই বন্ধু হবিগঞ্জ শহর থেকে আবার বানিয়াচং দুই ছাত্রী বান্ধবীদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওয়ানা হয়।
হবিগঞ্জ শহর থেকে বের হয়েই খুব স্পীডে গাড়িয়ে চালিয়ে আসছিলো তারা এবং ৫মিনিটের মধ্যেই উল্লেখিত স্হানে এসে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঐ দূর্ঘটনাটি ঘটায়।
তখন গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের খাদে পড়ে যায়।
এরিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত নিহত যুবকের লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছিল।
এ বিষটির সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ওসি(তদন্ত)দৌস মোহাম্মদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj