চুনারুঘাট প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল চুনারুঘাটের রেমা-কালেঙ্গা। যেখানে বিভিন্ন প্রজাতির গাছ,পশু-পাখি ও শুকুন রয়েছে। সম্প্রতি কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ি ও রেমা বিট থেকে গাছ পাচারের জন্য পেশাদার বনদস্যুরা তৎপর রয়েছে।
ছনবাড়ি বিট থেকে ১৫ অক্টোম্বর রাতে গাছ পাচার করে নিয়ে যাওয়ার সময় কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে কবিলাশপুর পয়রাঠিলা এলাকায় অভিযান করেন কিন্তু বনদস্যুরা তীর-ধনুক ও দেশিয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে।
খবর পেয়ে র্যাব, পুলিশ ও বিজিবি এসে যৌথ অভিযান করে বনদস্যুদের পাচারকৃত ২৪ টুকরা চাপালিশ গাছ উদ্ধার করে এবং বনদস্যুরা পালিয়ে যায়। এ ঘটনায় বিট কর্মকর্তা সিদ্দিকুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় ৯ বনদস্যুর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে একটি মামলা করেছেন। মামলা নং-২৯/৪১৮।
জীবনের ঝুকিঁ নিয়ে,রেমা-কালেঙ্গা বন বিভাগের রেঞ্জার খলিলুর রহমান দায়িত্ব নেয়ার পর গাছপাচার রোধে সক্রিয় ভুমিকা পালন করায় উপজেলা মাসিক সভায় তাকে সকলেই ধন্যবাদ জানান।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভোমিক বলেন,দেশের বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গায় গাছ পাচার রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।প্রযোজনে স্ট্রাস্কর্ফোস গঠন করে অভিযান পরিচালনা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার ও আবিদা খাতুন,চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম,উপজেলার সকল বিভাগীয় প্রধান, সকল ইউপি চেয়ারম্যানগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj