বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডাকাতি। ঘনঘন ডাকাতি হওয়ায় চরম আতংকে রয়েছেন এ উপজেলার মানুষ। বেশির ভাগই ডাকাতদের নজরে পড়ছে প্রবাসী ও ব্যসায়ীদের বাড়ি। ডাকাতরা অত্যাধুনিক যন্ত্র দিয়ে ঘরের সামনের গেটের তালা ভেঙে ও দরজার লকার ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে লুটপাঠ চালায়। অনেক বাড়িতে ডাকাতির সময় ডাকাতদের মুখোশপরা, হাফপ্যান্ট পড়া ও দেশীয় অস্ত্র’সহ আগ্নেয়াস্ত্র সঙ্গে থাকতে দেখছেন বলে অনেকেই জানান। ডাকাতদের হামলায় অনেকেই আবার আহতও হচ্ছেন। রাতে অনেক বাড়িতে ডাকাতির খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাতরা অগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যাওয়া কথাও শোনা গেছে। তবে পুলিশ হাতে গুনা দু’একজন ডাকাত গ্রেফতার করলেও অধরা রয়ে যাচ্ছে চিহিৃত অনেকেই। উদ্ধার করা হচ্ছে না ডাকাতদের ব্যবহৃত হওয়া আগ্নেয়াস্ত্র। গত কয়েক মাসে উপজেলায় বেশ কয়েকটি ডাকাতি সংগঠিত হয়েছে। ফলে প্রবাসীরা দেশে আসতেও ভয় পাচ্ছেন। যারা দেশে অবস্থান করছেন তারও পরিবার-পরিজন নিয়ে রয়েছেন বিপাকে। অনেক প্রবাসী আবার তাড়াহুড়া করে পাড়ি দিচ্ছেন কর্মস্থল যুক্তরাজ্য। এদিকে, প্রবাসী অধুষ্যিত বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা দেশে থাকা স্বজনদের নিয়ে রয়েছেন উদ্বেগ-উৎকন্ঠায়। অনেকেই দেশে আসছেন না ডাকাতদের ভয়ে।
অনুসন্ধানে জানাগেছে, উপজেলার জানাইয়া গ্রামের ব্যবসায়ী আকবর হোসেন কিসমত, আলাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল মতিন, চকরামপ্রসাদ লামারচক গ্রামের সৌদি আরব প্রবাসী জামাল হোসেন, নোয়ারাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছমক আলী, বাওনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল হাই বাবুল, গুমরাগুল গ্রামের সৌদি প্রবাসী আলাউদ্দিন, রাউতরগাঁও গ্রামের সৌদি প্রবাসী মনছুর আহমদ ও সর্ব শেষ গত মঙ্গলবার রাতে উপজেলার হিমিদপুর গ্রামের বাবুল খানের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj