হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আলেম ওলামারা হবিগঞ্জ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে তা অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের আহবানে এক মতবিনিময় সভায় তারা এই অঙ্গীকার করেন।
[caption id="attachment_79103" align="alignnone" width="300"]
ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ইমাম ও আলেম ওলামাদেরকে সাধারন লোকজন অনুসরন করে। তাই সমাজে শৃঙ্খলা রক্ষার স্বার্থে সবাইকে ভূমিকা রাখতে হবে। কুমিল্লার ঘটনা সেখানেই শেষ হওয়া উচিত ছিল। কোন ব্যাক্তির দোষ পুরো সম্প্রদায়ের উপর চাপানো কোনভাবেই উচিত নয়।আমাদের ইমামরা প্রশিক্ষণপ্রাপ্ত। জনগনকে সচেতন করার পাশাপাশি কোথাও কোন ঘটনা হলে তা প্রশাসনকে অবগত করাও ইমামদের দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তৃতায় হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, হবিগঞ্জবাসী এই সময়ে চরম ধৈয্যের পরিচয় দিয়েছেন। যার কারনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভাল আছেন। এভাবে সকলে মিলেই জেলাকে ভাল রাখতে হবে।
মতবিনিময় সভায় আলেম ওলামারা বলেন, পূজা এবং পূজা মন্ডপ আমাদের আমানত। আমাদের ধর্মীয় শিক্ষা হল অন্যধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করা। তবে কেউ যখন উসখানিমূলক কথা বলে এবং কাজ করে তখন পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। যারা এ ধরনের কাজ করে তাদেরকে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিলে সমাজে বিশৃঙ্খলা থাকবে না। ইদে মিলাদুন্নবীর কর্মসূচিতেও কেউ যাতে উসখানিমূলক কিছু করতে না পারে তার জন্য সবাই সচেতন থাকবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসকের তাৎক্ষণিক নোটিশে দুইশতাধিক আলেম, ওলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মঙ্গলবার সনতন ধর্মালম্ভী নেতৃবৃন্দকে নিয়েও মতবিনিময় করবে জেলা প্রশাসন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj