প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০১৪, ১২:৩১ পি.এম
নবীগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান ছাই
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ঈমামবাড়ী বাজারে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে। এতে ৬টি দোকান ঘরের মালামাল পুড়ে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানাযায়, ওই দিন রাত প্রায় আড়াই টার দিকে ঈমামবাড়ী বাজারের ব্রীজের দক্ষিন পাশে ও রাজ রাণী সুভাষিণী হাই স্কুলের সামনে লন্ডন প্রবাসী আঃ মালিক মিয়ার নাম বিহিন টিন সেটের একটি মাকের্টের এক হোটেলের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে আশ পাশের সব দোকান ঘর গুলোতে। পরে লোকজন অগ্নিকান্ডের ঘটনাটি আচঁ করতে পেরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন করে জানান কিন্তু ফায়ার সার্ভিস যাওয়ার আগেই ৬টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে উক্ত মাকের্টের সুধাম রায়ের সূর্য হোটেল, জমসেদ মিয়ার হেপার ষ্টেশনারী, শাওন ভেরাইটিজ ষ্টোর, আঃ রবের ফানির্চারের দোকান, সুমন মিয়ার সুমন কনফেকশনরী, বশির মিয়ার কনফেকশনারী দোকান ঘর আগুনে পুড়ে যায়। সাড়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে গিয়ে দেখে সব দোকন পুড়ে ছাই হয়ে গেছে। উওেজিত জনতার তুপের মুখে পড়ে ফায়ার সার্ভিস। তখন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কোন কর্মকান্ডের সুযোগ দেওয়া হয়নি। স্থানীয় জনতার প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রনে আনে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj