সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
জরাজীর্ণ ভবন আর দেয়ালের রঙ ফিকে হয়ে গেছে, বৃষ্টি হলেই ছাদ বেয়ে পানি পড়ে, ছাদ ভেংগে আস্তরণ পরে কয়েকটি কক্ষে জমাট বেধে আছে। এদিকে, ভেতরে বাথরুম থাকলে ও পানি নিঃষ্কাশনের ব্যবস্থা নেই। এই ক্লিনিকের ট্যাংকি কারা ভেংগে ফেলেছেন। ক্লিনিকের ভেতরের টিওবয়েলটি দিয়ে আসেনা পানি। কমিউনিটি ক্লিনিকের নিজস্ব বাউন্ডারি ও নেই। ভবনের বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে, মৃদু কম্পনেই পুরো ভবন কেপে উঠে। গত রমজানে ভুমিকম্পে ক্লিনিকের বিল্ডিংয়ে কয়েক জায়গায় ফেটে গেছে। এরকম নানা সমস্যায় জর্জরিত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক।
দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সহকারীরা তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করছেন। তাঁরা দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন।
স্থানীয় জনগণের প্রতিনিধিরা এই স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন। বর্তমানে দেশে ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
জানা যায়, বিগত ২০০০ সনে ৫ শতক জায়গার উপরেই নির্মিত হয়েছিল নুরপুর কমিউনিটি ক্লিনিক। ডিজিটাল যুগে এসে ও অত্র ইউনিয়নের নসরতপুর, নুরপুর, নোয়াহাটি, চন্ডিপুর, বারলাইরা, শ্রীরামপুর সহ ৬ টি গ্রামের চিকিৎসার জন্য আশা ও ভরসার আশ্রয়স্থল নুরপুর কমিউনিটি ক্লিনিক। এই ৬ টি গ্রামের ৫-৬ হাজার মানুষ নানা অসুস্থতায় চিকিৎসার জন্য এখানেই আসেন। করোনাকালে যখন সর্দি-জ্বর কাশি নিয়ে মানুষজন ডাক্তার ও চিকিৎসা সংকটে ভুগছিল, এই কমিউনিটি ক্লিনিকটি অত্র অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।
নুরপুর কমিউনিটি ক্লিনিকে মোট তিনজন কর্মরত আছেন। এত মানুষের সেবা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন।
অত্র ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ( সি এইচ সিপি) মোছাঃ মাহমুদা খাতুন জানান, বিগত দুই বছর ধরেই আমরা এই ভবনে ঝুঁকি নিয়ে কাজ করে আসছি। বিভিন্ন গ্রাম থেকে মানুষজন ঔষধ নিতে আসেন, আমরা সবাইকেই সেবা দেয়ার চেষ্টা করে থাকি। এই ক্লিনিকের ভবন ঝুকিপূর্ণ হয়ে আছে,কখন যে ভেঙে দুর্ঘটনা ঘটে তার ঠিক নেই। এই ক্লিনিক সংস্কার করার জন্য অফিসিয়ালি ভাবে কয়েকদফা লিখিত আবেদন করা হয়েছে। আবেদন করার পর এ বছর ও একাধিক বার তদন্ত টিম এসে ক্লিনিক পরিদর্শন করে গেছেন, কিন্তু ঠিক কি কারণে সংস্কার হয়না, কিংবা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়না এটা কর্তৃপক্ষই ভাল বলতে পারেন।
অত্র ক্লিনিকের সিজি গ্রুপের সদস্য এস এইচ টিটু জানান, আমাদের অঞ্চলের হাজারো মানুষের চিকিৎসা কেন্দ্র এই ক্লিনিক, কিন্তু ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের স্বাস্থ্যকর্মকর্তা ও কর্মীরা। আমি এই ক্লিনিকটি ভেঙে পুর্ণ নির্মাণ করার দাবি জানাই।
সেবা নিতে আসা নুরপুর গ্রামের মিনারা বেগম জানান, আমরা বয়স্ক মানুষ, চাইলে ও দূরে গিয়ে ডাক্তার দেখাতে পারিনা। পুরো পরিবারের অসুখ বিসুখে এই ক্লিনিকেই আসি। কিন্তু বর্ষার মৌসুমে ক্লিনিকে আসতে গেলে দরজায় পানি লেগে থাকে, আমাদের আসা যাওয়া করতে সমস্যা হয়।
এই বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন জানান, আমার অধীনে ২৬ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইতোমধ্যে যেসব কমিউনিটি ক্লিনিকের পুর্ণ নির্মাণ করা দরকার এবং যেগুলো সংস্কার করা দরকার সেগুলোর তালিকা সিবিএইচ সি তে পাঠানো হয়েছে। এ তালিকায় নুরপুর কমিউনিটি ক্লিনিকটি ও রয়েছে আমি আশা করছি খুব শীঘ্রই এটির উন্নয়ন কাজের অনুমোদন হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj