এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বালু বুঝাই ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর প্রায় ২ টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজার বাজার খোয়াই নদীর ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে বলে স্কুল ছাত্রছাত্রীর তথ্য মতে জানা যায়।
উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নের রাজারবাজার এলাকার বালু উত্তোলনের তীর্থ স্থান বললেই চলে।কাচুয়া বাজার থেকে আসামপাড়া পথে দুচোখে অবাধে বালু খেলোদের রমরমা ব্যবসা দেখা যায়।নিয়মনীতি তোয়াক্কা করেই যেন চলছে বালু উত্তোলন উৎসব।এই অঞ্চলের আশেপাশের স্কুল মসজিদ মন্দির মাদ্রাসায় পড়ালেখায় মন বসাতে পারছেনা শব্দ দূষণে।এ নিয়ে বেশকিছু শিক্ষা প্রতিষ্টান ও স্থানীয় বাসিন্দা মানববন্ধন লিখিত অভিযোগও করেছেন।কাজের কাজ কিছুই হচ্ছে না।
[caption id="attachment_78854" align="alignnone" width="225"] আহত সপ্তম শ্রেণীর ছাত্রী[/caption]
যার ফলে আজ দূর্ঘটনার পুনরাবৃত্তি রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার উক্ত দুর্ঘটনায় আহত হন ।তৎক্ষনাৎ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার পা ভেঙে গেছে বলে জানতে পারেন পরিবার।প্রাথমিক চিকিৎসা শেষে আহত সুমাইয়া আক্তার কে বাড়িতে নেওয়া হয়।এ ঘটনার পর স্কুল ছাত্রছাত্রী সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ঝড় উঠে।
এবিষয়ে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামানের কথা বললে তিনি জানান,বালু উত্তোলন পরিবহন কারীদের বিরুদ্ধে আমার প্রতিষ্টান সহ সামাজিক ভাবে মানববন্ধন ও লিখিত অভিযোগ করেও কোন সমাধান পাইনি।প্রতিবাদ করতে গিয়ে জীবননাশের আতঙ্কে ভোগছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান,আমি ঘটনা বিষয় অবগত আছি।তবে সরকার অনুমোদিত বালু মহাল হওয়ায় আমাদের প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিতে হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল ঠিকাদার কে ডাকা হচ্ছে। আমরা স্কুল চলাকালীন সময়ে যেন বালু বুঝাই পরিবহন না চলে সে জন্য অনুরোধ করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো।এছাড়াও দুর্ঘটনায় আহতের অবশ্যই আইনি সহযোগিতা পাবার অধিকার আছে।সেক্ষেত্রে গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।এই পদক্ষেপ গ্রহন ও সকল সচেতন হওয়ার অনুরোধ করছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj