বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কান্দিগাও গ্রামের মৃত শিশু মিয়ার পুত্র খোয়াজ আলী বাদি হয়ে গত ১৬ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত ছালিক মিয়ার ছেলে তুহিন মিয়া (২৫), রাহিন মিয়া (২৩), শাহিন মিয়া (৩০) ও একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সুনুক উদ্দিন (৩৫), কবির উদ্দিন (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে বাদি চাচা প্রবাসী তবারক আলীর সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৫ এপ্রিল যুক্তরাজ্য থেকে তবারক আলীর হুকুমে আসামিরা বাদির বাড়ীর সামনে পূর্বে দিকে রাস্তায় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অবস্থান করে।
এসময় বাদি বাড়ী থেকে বিশ্বনাথ আসার বের হলে বাড়ির পূর্বে দিকে রাস্তায় আসা মাত্রই আসামিরা হামলা চালায়। এসময় আমার আতচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। এসময় আসামিরা আমার বড় ভাই রিয়াজ আলীর ওপর হামলা চালিয়ে আমাদের আহত করে।
এব্যাপারে মামলার বাদি খোয়াজ আলী বলেন, মামলা দায়েরে পর থেকে আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। আসামিরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে থানা মামলা দায়ের করেছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাদের পাওয়া যায়নি।বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়ের করেছে। তবে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj