এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উৎযাপন ২০২১ইং উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর )সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় প্রতিনিধির উপস্থিতি উক্ত আইনশৃঙ্খলা
সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথি গন মহামারি করোনাভাইরাসের উপস্থিতিতে সামাজিক স্বাস্থ্য বিধি নিষেধ মেনে পালন করার লক্ষে ব্যাপক আলোচনা করেন।এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করে সচেতনতা ও স্বাস্থ্য বিধি নিষেধ মেনে আয়োজন করার পরামর্শ ও সার্বিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় পালের সাথে কথা হলে তিনি বলেন,আমরা সরকারি বিধি নিষেধ মেনে দায়িত্বতার সাথে উৎসব পালন করার প্রক্রিয়া অবলম্বন করেছি।প্রশাসনিক সহযোগিতাও পাচ্ছি এবং সর্বদা পাশে থাকার আহবান জানাচ্ছি। এবছর আমাদের উপজেলায় ৮২টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে।পৌরসভার ভিতরে ৯টি,চা বাগান অঞ্চলে ২৮টি এবং বিভিন্ন গ্রামে ৪৫টি মন্ডবে শারদীয় দুর্গা পূজা উৎযাপন হবে। আমরা আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী আগামী ১১অক্টোবর থেকে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা উৎযাপন করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান,চুনারুঘাটে শারদীয় দুর্গা পূজা উৎযাপন পরিবেশ খুবই ভালো।আমাদের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত আছে। সুন্দর সুশৃঙ্খল ভাবে উৎসব সমাপ্তি হবে।
এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল,অফিসার ইনচার্জ আলী আশরাফ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ সনাতন ধর্মাবলম্বী পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj