সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
দীর্ঘ এগার বছর পর বহুল প্রত্যাশিত শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত নূরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মংগলবার (২৮ সেপ্টেম্বর) নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের প্রাণ কেন্দ্রে দুপুর ৩ টায় সম্মেলনের কার্যক্রম শুরু করা হবে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির।
এদিকে সম্মেলনে উপলক্ষে ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে পুরো নুরপুর ইউনিয়ন। সম্মেলন সফল করতে মোটরসাইকেল শোভাযাত্রা, পোস্টার, মিছিল, মাইকিং, প্লেকার্ড, ব্যান্ডপার্টি সহ চলছে নানারকমের আয়োজন। অন্যদিকে, পদপদবী প্রত্যাশী নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে। যার যার অবস্থান থেকে সবাই পদ পেতে উপজেলা ও জেলায় চালিয়ে যাচ্ছেন লবিং।
জানা যায়, বিগত ২০১০ সালে সম্মেলনের পরে নুরপুর ইউনিয়ন যুবলীগের আর কোন সম্মেলন হয়নি। বেশ কয়েকবছর ধরে একটি আহব্বায়ক কমিটি দিয়েই দলীয় কার্যক্রম চালিয়ে আসছিল নুরপুর ইউনিয়ন যুবলীগ।
সম্মেলনের প্রার্থীরা গত শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং রবিবার তারা ফরম দাখিল করেছেন।
এ পর্যন্ত সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সভাপতি পদে লড়ছেন আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম ও জয়নাল তালুকদার, সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাকেদ আহমেদ বাবুল, শামীম মাহমুদ, এনামুল হক সোহাগ, সেলিম আহমেদ ও সাইফুল ইসলাম।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ জাকির হোসেন জানান, যারা বিগত সময় দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে, এবং ত্যাগী নেতারাই নতুন নেতৃত্বে আসবে৷ যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগ আছে তাদেরকে কোন পদে রাখা হবেনা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj