জামাল হোসেন লিটন,চুনারুঘাট : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, করোনাকালে দেশের ভেতরে দুই কোটি পর্যটক ভ্রমণ করেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের উন্নয়নে কাজ করছে সরকার। দেশের পর্যটনের টেকসই উন্নয়নে তৈরি হচ্ছে মহাপরিকল্পনা। দেশের মানুষের জীবনমান উন্নত হওয়ায় দেশে পর্যটনকেন্দ্রের সংখ্যা বাড়ছে। পর্যটন শিল্পে প্রচুর জনবল দরকার হয়। এখন অবধি দেশের পর্যটনে ৪৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কক্সবাজারে নতুন তিনটি পর্যটন পার্ক তৈরি হচ্ছে। সেখানে আরও মানুষের কর্মসংস্থান হবে।
তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা বাড়াতে পর্যটনকেন্দ্রগুলোতে উন্নয়নের কাজ চলছে। গ্রামীণ ও প্রান্তিক মানুষের উন্নয়নে পর্যটন যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়েও কাজ চলছে। দেশের প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ এই শিল্প বাড়িয়ে তুলছে। করোনাকালে প্রায় দুই কোটি পর্যটক দেশের অভ্যন্তরে ভ্রমণ করেছে। যা করোনায় ক্ষতি পুষিয়ে তুলতে পর্যটন শিল্পকে সাহায্য করেছে। আমাদের দেশের প্রতি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আকর্ষণ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj