হবিগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস (২০২১)উপলক্ষে রোববার বিকেলে সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
সুজন জেলা সিনিয়র সহসভাপতি এ এস এম মহসিন চৌধুরীর সভাপ্রতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন এর সঞ্চালনায় গোল টেবিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, সমাজ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এম,এ রব, বীর মুক্তিযোদ্ধা উপাধক্ষ্য আব্দুজ জাহির,
প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোঃফরিয়াদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমূখ।
আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, সুজন জেলা সহ সভাপতি আঃ রাকিব, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল, হবিগঞ্জ সদর উপজেলা সুজন সভাপতি সৈয়দ মাইনুল হক আরিফ (চেয়ারম্যান), সহ সভাপতি শেখ আবদুল কাদির কাজল, সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, হবিগঞ্জ পৌর শাখার, হারুনুর রহিম রুপজ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, আজিজুল ইসলাম, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, মোঃ হানিফ মিয়া, বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দিন, সায়েস্তাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুহিন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল কাদির কাজল, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম,এ হান্নান, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্ট শাহানা আক্তার, সুনাইদ মিয়া, চন্দন দাস, বিশিষ্ট ব্যক্তি মৌওলানা আলহাজ্ব কিম্মত আলী, আব্দুল হাসিম, ন্যাপ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক চৌধুরী ফরহাদ।
বক্তারা বলেন, দেশে সকল আইন রয়েছে জনগণের উপর প্রয়োগ করার জন্য কিন্তি একটি আইন রয়েছে যেটা জনগণ প্রশাসনের উপর প্রয়োগ করতে পারবে। সেটা হচ্ছে তথ্য অধিকার আইন। তাই এ আইন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে।
দেশের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য জানার অধিকারকে প্রাধান্য দিয়েই প্রণয়ন করা হয়েছে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এবং এর যথাযথ বাস্তবায়নে 'তথ্য কমিশন' গঠন করা হয়েছে।
‘আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে এবং তথ্য সেবা নিশ্চিত করতে তথ্য কমিশন অনলাইন প্রশিক্ষণ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম কার্যক্রম গ্রহণ করেছেন!
এর ফলে সব শ্রেণি-পেশার মানুষ এই আইনের সুফল ভোগ করতে পারবে এবং তথ্য জানার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj