প্রেস নিউজ : অদ্য ২০ মে ২০১৫ তারিখ ১৬৩০ ঘটিকা হতে ১৯০০ ঘটিকা পয©ন্ত কসবা অডিটরিয়ামে মাদক ও চোরাচালান এবং মানবপাচার রোধ সহ সীমান্ত নিরাপত্তার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ বর্ডার গাড© ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি ১২ বর্ডার গাড© ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টেন রবিন আহমেদ, বিশেষ অতিথি কসবা উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট মোঃ আনিছুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম, কসবা প্রেস ক্লাব সভাপতিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ আলোচনা সভায় অংশগ্রহন করেন সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবগ© বিষয়োক্ত আলোচনা উপস্থিত হয়ে নিন্মবর্ণিত বিষয়ের উপর আলোচনা করেন :
মাদক ও চোরাচালান : মাদক ও মাদকাসক্তি বত©মানে এক জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। দেশের অধিকাংশ মাদকসেবী কিশোর-কিশোরী এবং যুবক-যুবতী। যে যুব সমাজের ওপর দেশের শিক্ষা-দীক্ষা, উন্নতি, অগ্রগতি ও ভবিষ্যৎ নির্ভরশীল, তাদের উল্লেখযোগ্য একটি অংশ যদি মাদকাসক্তিতে পথভ্রষ্ট হয়ে পড়ে তবে সে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এ ভয়ঙ্কর অভিশাপ থেকে আমাদের যুবকসমাজকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। যুব সমাজকে মাদকের ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদক বিরোধী ও সচেতনামূলক আলোচনা সভার আয়োজন করা হয় এবং আলোচকবৃন্দ নিম্নবর্ণিত
বিষয়ের উপর আলোকপাত করেন :
ক্ষতিকর দিক সমূহ :
ক। শারীরিক ক্ষতি।
খ। মানসিক ক্ষতি।
গ। আর্থিক ক্ষতি।
ঘ। সামাজিক সভ্যতার অবক্ষয়।
ঙ। দুর্নীতি ও অপরাধ বিস্তার।
চ। দেশের অথ©নীতি ও সামাজিক পরিস্থিতির অবনতি।
ছ। শিক্ষা ব্যবস্থা ব্যহত।
জ। মানব সভ্যতার অবক্ষয়।
ঝ। পারিবারিক ও দাম্পত্য জীবনে অচলাবস্থা।
মাদকদ্রব্য সেবনের প্রতিরোধের উপায় : নিম্নবর্ণিত বিষয়গুলি মেলে চললে মাদক
সেবন প্রতিরোধ করা সম্ভব হবে :
ক। ধর্মীয় অনুশাসন মেনে চলা।
খ। নীতি এবং মূল্যবোধের চর্চা করা।
গ। স্কুল, কলেজ এবং অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী
প্রচারনা চালু করা।
ঘ। ইচ্ছাশক্তি ।
ঙ। সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
চ। মাদকমুক্ত এলাকা গড়ে তোলা ।
ছ। সচেতনতা বৃদ্ধি করা ।
ঞ। আলেমগণের খুৎবা বা বিভিন্ন ধর্মীয় আলোচনা সভায় ইসমামের দৃষ্টিতে
ক্ষতিকর এবং খারাপ দিক সমূহ নিয়ে আলোচনা করা।
মানব পাচার : মানব পাচার বা human trafficking হল: ভয় দেখিয়ে বা জোর করে অথবা অন্য কোনও ভাবে জুলুম করে, হরণ করে, প্রতারণা করে, ছলনা করে, মিথ্যেচার করে, ভুল বুঝিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, দুর্বলতার সুযোগ নিয়ে, মানব পাচার করে থাকে। বত©মানে নারী ও শিশুরাই পাচারের প্রধান বলি পরিনত হয়েছে । নারীদের পাচার করার উদ্দেশ্য মূলতঃ তাদের দেহব্যবসায়ে কাজে লাগানো - ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মে নিয়োজিত করা, অশ্লীল ছবি, চলচ্চিত্র ইত্যাদিতে অংশগ্রহণ করানো।
এছাড়া সস্তা শ্রমের জন্য ব্যবহার করা, নেশার দ্রব্য পাচার করানো, তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করা, ভিনদেশী পুরুষদের যৌনলালসা মেটানোর জন্য বিয়ের নামে বিক্রি করে দেওয়া, ইত্যাদি। এছাড়া শ্রমিকদের উচ্চ বেতনের চাকুরী প্রদান এর প্রলোভন দেখিয়ে দালালরা বিদেশ পাচারের চক্রান্ত করছে । সমাজে এ সকল পাচার কারীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন ও যুব সমাজকে এই সব পাচারকারী থেকে সত©ক হওয়ার জন্য উপদেশ দেয়া হয়।
সীমান্ত নিরাপত্তা : প্রত্যেকটা দেশের সীমান্ত নিরাপত্তা অত্যান্ত গুরুত্বপূন© । সীমান্তের নিরাপত্তা বিজিবি একা পক্ষে সম্ভবপর নয়। স্থানীয় জনসাধারনের সক্রিয় অংশগ্রহনেই কেবল সীমান্ত নিরাপত্তা সহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যে কোন সন্ত্রাসী কম©কান্ড নির্মূল করা সম্ভব হবে। ইদানিং পরিলক্ষিত হচ্ছে সীমান্তের কিছু অসাধু চোরাকারবারী রাতের আধাঁরে সীমান্তের তাঁর কাটার ভেড়া কেটে ভারতে প্রবেশ করে এর
বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হচ্ছে তাদের চিহিৃত করা বিজিবির একা পক্ষে সম্ভব নয় তাই সকলের সার্বিক সহযোগীতা বিষয়ের আলোচনা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj