বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সম্মেলন গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতসহ সকল অপশক্তির ষড়যন্ত্র উন্নয়নের ওই যাত্রাকে ব্যাহত করতে পারছে না। বক্তারা আরো বলেন, একে একে সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই।
উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, জেলা যুবলীগের সদস্য শেখ মো. আজাদ, রুনু কান্ত দে, মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, সদস্য নুরুল হক মেম্বার। কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা সেলিম চৌধুরী।
এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর আলী মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া, আলী আকবর মিলন মেম্বার, সাখাওয়াত হোসেন, জাহেদ আহমদ তালুকদার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন, যুবলীগ নেতা জহুর আলী, ওয়াহাব আলী, নিজামউদ্দিন, সবুজ খান, রফিক হাসান, মিজানুর রহমান, রফিক মিয়া, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম খোকন, ইউসুফ ইসলাম, তাজুল ইসলাম, দবির মিয়া, আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj