সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও বানিজ্যিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান পরিচালিত হয়।
এ সময় বিভিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভোক্তা অভিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও হবিগঞ্জ সদরের উপজেলার উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ রনজিৎ কুমার আচার এর উপস্থিতিতে এ অভিযান করা হয়।
এসময় চৌধুরীবাজার এলাকার লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে রং ব্যবহার, নোংরা রান্না ঘর, দই ও রসমালাইয়ে মেয়াদ ও মূল্য না থাকা এবং মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকার কারনে ১৫ হাজার টাকা, দেশ বন্ধু মিষ্টান্ন ভান্ডারকে প্যাকেটের ওজন বেশি থাকায় ৩হাজার টাকা, জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দই ও রসমালাই এর মোড়কে মেয়াদ মূল্য না থাকার কারনে ৬হাজার টাকা জরিমানা করা হয় ।
পাশাপাশি চৌধুরী বাজার এলাকায় ফলের দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় তানভীর এন্টারপ্রাইজকে ১হাজার টাকা, গনি ফলের দোকানকে ১ হাজার টাকা এবং রিতু এন্টারপ্রাইজকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম । সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj