নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় উপজেলায় ১ হাজার ৬৫ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। যেখানে চাহিদা ১হাজার ৫৭০ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ৫শ ৫ মেট্রিক টন মাছ।
এ ঘাটতি পুরনে শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২ টি নদী ও ১১ টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ২৮৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
https://youtu.be/Kt1ik_fQRos
মঙ্গলবার(৩১ আগষ্ট) দুপুরে উপজেলার সুতাং নদীতে ৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করে এই কার্যক্রমের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে খোয়াই নদীতে ৫০ কেজি, আলাপুর আশ্রয়ন প্রকল্পে ১১৭ কেজি, উপজেলা ভূমি অফিস সংলগ্ন পুকুরে ৩০ কেজি, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের পুকুরে ২০ কেজি এবং ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের পুকুরে ২০ কেজিসহ মোট ২৮৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পরিসংখ্যান বলছে উপজেলায় সরকারি পুকুর আছে ১৬ এবং বেসরকারি পুকুর আছে ৮২৪ টি।
শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর ফলে উপজেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj