আকিকুর রহমান রুমনঃ-হবিগঞ্জের ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে চুনারুঘাট উপজেলা থেকে ইয়াবাসহ সুনামগঞ্জের এক মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়,রবিবার (২৯আগষ্ট)সকালে হবিগঞ্জের ডিবি পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে শায়েস্তাগঞ্জের নতুনব্রীজ এলাকায় অবস্থান করে এই টিম।এসময় তাদের কাছে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে চুনারুঘাট উপজেলায় উবাহাটা গ্রামে দুই মাদক ব্যাবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
[caption id="attachment_77770" align="alignnone" width="225"] মহিলা মাদক ব্যাবসায়ী[/caption]
তাৎক্ষণিক এর সত্যতা যাচাই করতে ডিবি পুলিশের এসআই মোজাম্মেল নেতৃত্বে এএসআই দিদারুল ইসলামসহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলায় রওয়ানা দিয়ে সকাল ১১টার দিকে অবস্থান করেন।সেখান তারা তাদের কৌশল অবলম্বন করে উবাহাটা গ্রামের জৈনক রফিক মিয়ার বাড়িতে অভিযান চালায়।এসময় তাদের অভিযানে রফিক মিয়ার এক ভাড়াটিয়ার ঘর থেকে ৮৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরে তাকে নিয়ে হবিগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে হাজির হয়ে একটি সাধারণ ডাইরী করে যাহার নাম্বার(২১৫)পুলিশ হেফাজতে রাখা হয়।
গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যাবসায়ী হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বেজপাড়া গ্রামের(বেদেপল্লী) এলাকার আমিনুল ইসলাম মিন্টু মিয়ার স্রী জোছনা বেগম(৪২)।
জোছনা দীর্ঘদিন ধরে উবাহাটা গ্রামের জৈনক রফিক মিয়ার বাড়িতে বাসাভাড়া করে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল।
জোছনার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
এব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আলামিন মিয়া জানান,দেশের চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযানসহ সকল অপরাধীদের গ্রেফতার অভিযানের ধারাবাহিকতার অংশ বিশেষ হবিগঞ্জ জেলার সকল উপজেলায় আমাদের অভিযান অব্যাহত রেখেছি।এমনকি চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও অন্যান্য অপরাধীদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আশা করছি শীঘ্রই পলাতক থাকা মাদক ব্যাবসায়ীসহ সকল অপরাধীদের গ্রেফতার করা হবে।
এব্যাপারে অপারেশন পরিচালনাকারী অফিসার বলেন,যতো বড় মাদক ব্যাবসায়ী বা অন্যান্য অপরাধীরা পলাতক থেকে ব্যাবসা করুকনা কেন আমরা আমাদের মতো করে তাদের অবস্থানসহ সবকিছু শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছি।আশাকরি ওদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দাঁড় করাবো।এজন্য তিনি সচেতন সমাজের সচেতন নাগরিকবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দের সকলের কাছে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj