বাহার উদ্দিন, লাখাই থেকে : বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার(২৮ আগষ্ট) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলবে ৩ই সেপ্টেম্বর পর্যন্ত । মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে ।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মদ ,লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদ, সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক নিতেশ দেব,জানায়েদ মিয়া, প্রমুখ।
মৎস্য সপ্তাহব্যাপী উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছ অবমুক্ত করা, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে মৎস্য কর্মকর্তা ইদ্রিস তরফদার জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj