নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিন মাদকসেবীর প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ পঞ্চাশ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম উপজেলার জলসুখা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দন্ডাদেশ প্রদান করেন।
জানাযায়,উপজেলার জলসুখা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের অশ্বিনী কুমার গোপের বাড়িতে বিভিন্ন সময় স্থানীয় কয়েকজন যুবক নিয়মিত গাঁজা সেবনের আড্ডা জমায়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্হায় তিন জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন জলসুখা গ্রামের মৃত ব্রজলাল ঘোষের ছেলে জহরলাল ঘোষ(৩৮),জলসুখার দক্ষিণ আটপাড়া গ্রামের নঈমুল্ল্যার ছেলে মুসলিম উদ্দিন(৩৬),এবং জলসুখা গ্রামের সোনা উল্ল্যার ছেলে সফিক উল্ল্যা(৪০)।
একই দিন সকালে আজমিরীগঞ্জ সদর বাজারে অভিযান পরিচালনা করে স্বাস্হ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় ৪ জনকে নগদ ১ হাজার ৪শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এ এস আই মহসিন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- মাদকের আগ্রাসন রোধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj