নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ তালুকদার সেবন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। বুধবার (২৫ আগষ্ট) সকাল ৬ টায় উনি উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে উনার বয়স ছিল প্রায় ৫৫ বছর। আব্দুল কদ্দুছ তালুকদার সেবন নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের বড়বাড়ির মৃত নুর হোসেন তালুকদারের ছেলে।মৃত্যুকালে তিনি কেবল তার স্ত্রীকে রেখে গেছেন, উনার এক ছেলে উনার আগেই মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার দুপুর ৩:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উনার জানাযায় বিভিন্নদলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সাধারণ মানুষের ঢল নামে।
উনি রাজনৈতিকভাবে নুরপুর ইউনিয়নের যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে বহুবছর দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সময়ে উনার মত ত্যাগী নেতার দলের প্রতি অন্যন্য অবদান মানুষ দীর্ঘদিন মনে রাখবে। রাজনৈতিক পদপদবী ছাড়া ও উনি একাধিক ব্যবসায়ী সংঘঠন ও সামাজিক সংঘটনের সাথে ও জড়িত ছিলেন। এলাকার নানান সামাজিক সালিশে ও তিনি মুখ্য ভুমিকা পালন করতেন।
মৃত্যুর কয়েকবছর আগে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এদিকে, উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন" আব্দুল কুদ্দুছ তালুকদার সেবন ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ। উনার অকাল মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ একজন প্রবীণ নেতাকে হারিয়েছে। উনি উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj