ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে আসছেন আগামী শনিবার। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয় নিয়ে কথা বলবেন তিনি।
জানা যায়, ধাপে ধাপে কোন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করলেও বর্তমানে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অনুমোদন পাওয়া গেলেই শনিবার শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেললে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিতে পারেন।
এদিকে, করোনা সংক্রমণ কিছুট কমতে শুরু করেছে। পূর্ব ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হবে আগামী ৩১ আগস্ট।
এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়া প্রসঙ্গে নিজ দপ্তরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, ‘এখন করোনা সংক্রমণ নিচের দিকে। সব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি। করোনা মোকাবিলা সরকারের গঠিত পরামর্শক কমিটি ও দেশের প্রবীণ শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। শিগগিরই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj