বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলায় কোভিড-১৯ এ (২০ এপ্রিল) ২০ ইং থেকে চলতি মাসের (২১শে আগস্ট) ২১ ইং পর্যন্ত সর্বমোট আক্রান্ত সংখ্যা ১৯১ জন এবং সুস্থ্য হয়েছেন ১২৬ জন।
আইসোলেশনে আছেন ৬৫ জন। সংশ্লিষ্ট বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান দপ্তরে দায়িত্বরত হাবিবুর রহমান জানান, উপজেলায় করোনা টিকার এ পর্যন্ত নিবন্ধন হয়েছে ২৭ হাজার ১‘শত ৮১জন। ইতিমধ্যে ১ম ডোজ কোভিশিল্ড প্রদান করা হয়েছে ৩ হাজার ১‘শত ৮৪ জন এবং ২য় ডোজ দেয়া হয়েছে ৫‘শত ৫৬ জনকে। এছাড়া ১ম ডোজ সিনোফার্মা দেয়া হয়েছে ৯ হাজার ৭‘শত ৮ জনকে। গত বৃহস্পতিবার (১৯শে অগাস্ট) নিবন্ধনকারীরা অনেকেই পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ফেরত গিয়েছে মর্মে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা, নিবন্ধকারীদের মধ্যে যারা ক্ষুদে বার্তা পাবেন তারা শনিবার (২১শে অগাস্ট) থেকে পুনরায় সিনোফার্মার প্রথম ডোজ টিকা গ্রহন করতে পারবেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, আজ শনিবার থেকে পুনরায় ভ্যাকসিন দেয়া শুরু করেছি। উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
তিনি আরো জানান, আমরা প্রথম ডোজ টিকা দেওয়ার পাশাপাশি যাদের দ্বিতীয় ডোজের কোভিশিল্ডের টিকা দেওয়া হয়নি তাদেরও দ্বিতীয় ডোজ টিকা চলমান রয়েছে তবে কোভিশিল্ড বা এস্টোজেনকার টিকার দ্বিতীয় ডোজের জন্য ক্ষুদে বার্তা প্রেরন করা সত্তেও তেমন সাড়া নেই। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ গ্রহনের জন্য সংসলিষ্ঠদেরপ্রতি আহবান জানাচ্ছি। আর সিনোফর্মার টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ যথারীতি চলমান রয়েছে। টিকার কোন সংকট নেই।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj