শেখ হারুন,চুনারুঘাট থেকে :ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর গেইট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ও আহত একসহ মোট ৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৭ আগষ্ট) বিকালে চুনারুঘাট উপজেলার আহত ও নিহতদের বাড়িতে সরেজমিনে এসব সহায়তা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমাদ্দার,পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম,শানখলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক তরফদার সবুজ,উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী।
এ ব্যপারে সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান,জেলা প্রশাসক ইশরাত জাহান মহোদয়ের নির্দেশনায় তিনি সরেজমিনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা পোষণ করেন।এসময় নিহত পরিবার প্রতি ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল এবং আহত পরিবারকে ১০ হাজার নগদ টাকা ও ৩০ কেজি চাল তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য,গত সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেইট নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী ও ড্রাইভারসহ মোট ৬ জন ঘটনাস্থলেই নিহত হন।গুরুতর আহত হন রাবেয়া খাতুন নামের এক নারী।
নিহতরা হলেন-চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন(৩০),একই গ্রামের আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ(৩৫),সফর আলীর পুত্র স্বপন মিয়া(২৮), ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া(২৬), হনুফা বেগম নামের এক মহিলা,উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলাউদ্দিন (৩৫)।এদিকে সানখলা ইউনিয়নের রজব আলীর মেয়ে রাবেয়া খাতুন(৩২)কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সহকারী কমিশনার মিলটন চন্দ্র পাল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj