নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীসহ তিন জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৫ আগস্ট) রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব।
শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালায়।
এসময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল সহ সিলেট জেলার শাহপরান থানার নিপবন আবাসিক এলাকার আবুল কালামের ছেলে মিলন মিয়া (২৮), অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের খোরশেদ আলীর ছেলে রুবেল মিয়া (২৪) কে আটক করে। আটককৃত মিলন মিয়া হবিগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, কারারক্ষী মিলন মাদক ব্যবসায়ী হৃদয়ের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিয়ে জেলা কারাগারে বন্দিদের কাছে বিক্রি করতো।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন মিয়া সিলেট জেলা কারাগারে থাকাকালীন মাদকসহ গ্রেফতার হয়েছিলো।
পরবর্তীতে ৯ মাস সাসপেন্ড থেকে গত দেড়মাস আগে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। আমরা কারারক্ষীদের কারাগারে প্রবেশের সময় তল্লাশি করে প্রবেশ করাই এবং সার্বক্ষনিক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj