মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখা থেকে এক গ্রাহকের উদাও হওয়া সাড়ে ৮লাখ টাকা অবশেষে ফিরে পেলেন গ্রাহক।
টাকা উদাও হওয়ার সংবাদ রবিবার রাতে প্রকাশিত হলে শুরু হয় তোলপাড়।এরপর সোমবার দুপুরে ঐ গ্রাহকের উদাও হওয়া সাড়ে ৮লাখ টাকা তার একাউন্টে জমা করে ব্যাংক কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ব্যাংকের গ্রাহক ও বিশ্বনাথ উপজেলা সদরের আল-হেরা শপিং সিটির অপরুপা ফ্যাশনের পরিচালক রাসেল আহমদ ২০১৪ সালের ২৩ নভেম্বর ৫ লাখ টাকা, ২৪ ডিসেম্বর ৩ লাখ টাকা ও ৫০ হাজার টাকা (মোট সাড়ে ৮লাখ টাকা)স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় তার একাউন্ট (হিসাব নং ০৪৫৩৩০০০২০৬) নাম্বারে জমা দেন। কিন্তু রাসেল একাউন্টে টাকা জমা দিলেও সে টাকা মূল হিসাবে অন্তভূক্ত করা হয়নি। রাসেল আহমদ গত ৫ মে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে একাউন্টে কোন টাকা নেই দেখে তিনি অবাক হয়ে যান। ধরা পড়ে টাকা উদাওয়ের বিষয়টি।
এরপর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। ঘটনার সাথে যোগসাজসের কারণে দিন রাতেই ব্যাংকের বিশ্বনাথ থাখার সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু কে বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক থেকে ও বিশ্বনাথ শাখার ক্যাসিয়ার সালাহ উদ্দিনকে ক্লোজড করা হয়। এরপর থেকে টাকা দেয়ার কথা বলে নানা ভাবে রাসেল আহমদকে হয়রানী করা হয়।
এবিষয়ে রবিবার রাতে ও বিভিন্ন গণমাধ্যমে প্রাকাশিত হয়ে টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। এরপর উদাও হওয়া টাকা আজ সোমবার দুপুর ১২টায় ব্যাংক কর্তৃপক্ষ রাসেল আহমদের একাউন্টে জমা দিলে তিনি (রাসেল) ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন।
এ ব্যাপারে ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সুজিত চন্দ্র দাশ সাংবাদিক কে বলেন, ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ গ্রাহকের (রাসেল আহমদ) সাড়ে ৮ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িত সাবেক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারকে ক্লোজড করে সিলেট শাখায় রাখা হয়েছে। এবিষয়টি নিয়ে তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj