মোঃজুয়েল রহমান, বানিয়াচং থেকেঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে।
৫ আগস্ট বৃহস্পতিবার ১০টায় দিবসটি পালন উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা ঞ্জাপন করা হয়।
রাষ্ট্রের পক্ষে সংসদ সদস্য,উপজেলা পুরষদ চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা ঞ্জাপন করেন। এ সময় থানা পুলিশ ,দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক প্রতিষ্টানের পক্ষে ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া।
এ সময় উপস্থি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,পল্লী সঞ্চয় কর্মকর্তা সঞ্জীব কুমার দে, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফ সোহেল,যুবলীগ নেতা আজমল হোসেন খান,বাবুল মিয়া,এডঃ আসাদুজ্জামান তুহিন,ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন প্রমূখ।
আলোচনা সভা শেষে উদীয়মান তরুন খেলোয়ার পুরুষ ও মহিলাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়।
পরবর্তীতে পরিষদ চত্বরে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj