স্টাফ রিপোর্টার : দৈনিক সমকাল পত্রিকার সহকারী সম্পাদক ও বিশিষ্ট কলামনিষ্ট দেবব্রত চক্রবর্তী বিষ্ণু বলেছেন, আমার জন্ম মাটি,আত্মা গাঁথুনী সম্পর্কিত অশেষ স্মৃতি বিজড়িত বানিয়াচং। এখানে আমার অগ্রজ-অনুজ-সমবয়সী সব সাংবাদিক ভাইদেরকে প্রীতি,শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
আজ প্রায় ৩০ বছর পর বানিয়াচং মডেল প্রেসক্লাবে বসে যে আন্তরিক সৌহার্দ পেয়েছি এবং বিকশিত সংবাদকর্মীদের প্রাণবন্ধতা ও আমার প্রতি একাগ্রতা-দায়বদ্ধতা লক্ষ্য করলাম তাতে আমি মুগ্ধ এবং ভবিষ্যত সম্পর্কে অসম্ভব আশান্বিত। গতকাল বুধবার বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন ।
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু আরো বলেন,আমি প্রত্যাশা করি আমার সংবাদকর্মী বন্ধু-শুভার্থীরা পেশার প্রতি দায়বদ্ধ থেকে মানুষের প্রতি নিবেদিত থাকবেন। আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন। বানিয়াচং মডেল প্রেসক্লাব একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হোক এবং একই সঙ্গে সব বিভক্তি গুছিয়ে সৃষ্টি করুক বৃহত্তর ঐক্যের অবতারণা। আমরা যেন পেশার সংজ্ঞা-সুত্র ও অঙ্গীকার ভুলে না যাই।
জয় হোক সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা পেশার। পরে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন-বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু,সভাপতি সর্দার আজিমুল হক স্বপন,সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,দফতর সম্পাদক তানজিল হাসান সাগর,কার্যকরি কমিটির সদস্য-রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj