হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে পুকুরের জায়গার সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রবাসী শাহ জাকারিয়া আহমেদ ফয়সল মিয়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ বিচারক।
সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক ইয়াসির আরাফাত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আসামী আপ্তাব উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাষ্ট্র পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট শাহ ফখরুজ্জামান ও এডভোকেট আ. ন. ম শিবলী খায়ের। আসামী পক্ষে ছিলেন এডভোকেট নুরুজ্জামান।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবীগণ হত্যাকান্ডে জড়িত প্রকৃত অপরাধিদের চিহ্নিত করতে গ্রেফতারকৃত আসামী আপ্তাব উদ্দিনের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর ও আসামী আপ্তাব উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেন। আপ্তাব উদ্দিন বাহুবলের মীরের পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রসঙ্গত, হবিগঞ্জের বাহুবলে পুকুরের জায়গার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে ১১ জুলাই শাহ জাকারিয়া আহমেদ ফয়সল মিয়া (২৭) নামে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে হত্যা করে আরেক প্রবাসী ও তার লোকজন। উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফয়সল মীরেরপাড়া গ্রামের শাহ মোজাম্মিল হোসেন ময়না মিয়ার ছেলে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj