মোঃজুয়েল রহমান,বানিয়াচং থেকে : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় এই প্রথম ভার্চুয়াল মাধ্যমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
সভাটি প্রতিমিাসের ন্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারনে সকল সদস্যগণ যার যার অবস্থান থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহন করেছেন।সভায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতিতে সন্তোষ প্রকাশ
করা হয়েছে।
সভায় অংশগ্রহনকারীগণ বলেন করোনা পরিস্থিতিতে সুস্থ ও সচেতনতার পাশাপাশি দরিদ্র জনগোষ্টির জন্য পর্যাপ্ত ত্রান ও সহযোগিতার হাত সরকার থেকে প্রসারিত করতে হবে।সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সরকারের সকল আইন মেনেই আমাদেরকে চলতে হবে।পাশাপাশি করোনা সংক্রমন থেকে নিজেকে নিজের পরিবারকে ও এলাকাবাসীকে রক্ষার জন্য সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ইতিমধ্যে বানিয়াচংয়ে অনলাইন গরুর বাজার বেশ জনপ্রয়িতা অর্জন করেছে। এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
১২ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী
কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,ফজলুর রহমান প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj