এ. কে. এম. নুরুজ্জামান তরফদার (স্বপন):গত ১৫ মে ২০১৫ তারিখে হবিগঞ্জ জেলার কৃতি সন্তানদের মধ্যে অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এ্যাডভোকেট জনাব আলী সাহেব এর ৩০ তম মৃত্যূ দিবস উপলক্ষে পারিবারিকভাবে এবং জনাব আলী কলেজ এর পক্ষ হতে পালন হল।
বিভিন্ন ব্যস্ততার কারনে তাঁর আত্মজীবন সম্পর্কে সে দিন লিখতে পারলণাম না তাই আজ লিখতে বসলাম । আমি হবিগঞ্জ জেলার যে সকল খ্যাতনামা ব্যক্তিদের উপর গবেষণা করছি তাদের মধ্যে মরহুম এ্যাডভোকেট জনাব আলী স্যার অন্যতম। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সমাজসেবক সফল শিক্ষনুরাগী এবং একজন ধার্মীক ব্যক্তি ।
হবিগঞ্জ তথা বানিয়াচং এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। তিনি স্কুল জীবন থেকে একজন মেধাবী এবং প্রজ্ঞাবান ছাত্র ছিলেন। প্রেশা হিসাবে আইন পেশা গ্রহন করে সমাজের দুস্ত গরীব এবং অসহায়দের জন্য আইনীসহায়তা দিয়ে গেছেন।
ছাত্র জীবনে তিনি যেমন একজন মেধাবী ছাত্র ছিলেন তখন সময়ে তাঁর চিন্তা ও চেতনা ছিল হবিগঞ্জ জেলার তরুন প্রজন্মকে কিভাবে উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষা ব্যবস্থা করা যায়। সেই মনোভাব নিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেন জনাব আলী ডিগ্রি কলেজ, বানিয়াচং। তাঁর সেই প্রচেষ্ঠার কারনে আজ বানিয়াচং এলাকার তরুন মেধাবী ছাত্ররা শিক্ষা অজন করে মেধা তালিকায় স্থান করে নিচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাঁর স্বপ্ন আজ কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে।
এই সমাজসেবক, শিক্ষঅনুরাগী ,বিজ্ঞ আইনজীবি এবং সফল রাজনীতিবিদ ব্যক্তির প্রতি রইল শ্রদ্ধা ও এই মহান ব্যক্তি ১৯৩৭ সালের ১ মে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা মহল্লার বড়বাড়িস্থ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে বানিয়াচং এল. আর হাই স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক, ১৯৫৫ খ্রিস্টাব্দে বৃন্দাবন কলেজ হবিগঞ্জ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫৭ সালে একই কলেজ থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক, ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে প্রথম বিভাগে এল. এল. বি. পাশ করেন। ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৫ সালের ১৫ মে হবিগঞ্জ শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj