আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আব্দুল হক (৭০) নামের আরও এক ব্যক্তি করোনায় মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টায় সিলেটের শহীদ শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ পর্যন্ত সরকারী হিসেবে ৩ জন মৃত্যুর হিসাব থাকলেও এ পর্যন্ত এ উপজেলায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ১১ দিনে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এভাবে করোনা লাফিয়ে বাড়তে থাকায় সংশ্লিষ্ট মহল চিন্তিত হয়ে পড়েছেন।
হাসপাতাল ও বিভিন্ন সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত ফরজ মিয়ার ছেলে আব্দুল হক সরদার (৭০) করোনা আক্রান্ত হয়ে গত ৮ জুলাই নবীগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
তার অবস্থার অবনতি ঘটলে রবিবার(১১ জুলাই) দুপুরে তাকে সিলেটের শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ২ টায় তার মৃত্যু হয়। সোমবার সকালে জানাজার নামাজের দাওয়াত এলকায় মাইকিং করানোর খবর পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে জানাজার নামাজ সম্পন্ন করার ব্যবস্থা করা হয়।
নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মহামারি করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনার প্রথম ঢেউয়ে মারা যান ৩ জন। এরা হলেন পৌর এলাকার গয়াহরি গ্রামের জগদীশ দাশ (৬১), করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের গনেন্দ্র লাল দাশ (৬৫) ও একই ইউনিয়নের মাধবপুর গ্রামের ইঞ্জিনিয়ার চিত্ত রঞ্জন দাশ (৭০)।
দ্বিতীয় ঢেউয়ে মারা যান ৭ জন। এরা হলেন করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত হাজী রজব আলীর ছেলে শাহ এমরান আলী (৬৫), একই ইউনিয়নের বড় সাখোয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মাহিদ (৫৫), নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত মামদ মিয়া চৌধুরীর পুত্র কামরুল মিয়া (৪৭), ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মৃত কঠা মিয়া চৌধুরীর ছেলে খালেদ আহমদ চৌধুরী (৫৬), ৫ জুলাই রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইনাতগঞ্জ ইউনিয়নের চাঁনপুর গ্রামের বিমল দাশ (৩৮) ও ১১ জুলাই দিবাগত রাতে সর্বশেষ মারা গেলেন আউশকান্দি ইউপির উত্তর দৌলতপুর গ্রামের আব্দুল হক সরদার। এর প্রায় ৩/৪ মাস পুর্বে তার ছোট ভাই আব্দুল ওয়াহিদ সরদার (৪০) করোনায় মৃত্যু বরণ করেন।
এদিকে গত ১১ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৫ জনই করোনা সনাক্ত হয়েছেন। জুন মাসে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হলে সনাক্ত হয়েছিলেন ২৩ জন। সরকারী হিসেবে এ উপজেলায় করোনায় মারা গেছে ৩ জন। তবে এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যু বরণ করেছেন।
এ পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় রবিবার ২ জনকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এদের মধ্যে আব্দুল হক সরদার মারা গেলেন রবিবার দিবাগত রাতে।
করােনায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ১ হাজার ৮'শ ৫৭ জনের। এর মধ্যে ২৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন এ পর্যন্ত ২৩১ জন। তবে ইদানিং দেখা যাচ্ছে মানুষের মাঝে পরীক্ষা করানোর প্রবনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ১লা জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে ৪৫ জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তের হার প্রায় ৪৬%। ইতিপূর্বে আক্রান্তদের মধ্যে গতকালের রিপোর্ট অনুযায়ী ১জনও সুস্থ হননি। আক্রান্তদের মধ্যে ৪৮ জন রয়েছেন হোম আইসোলেশনে। ৮ জন ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে। এর মধ্যে শ্বাস কষ্ট বৃদ্ধি পাওয়ায় ২ জনকে সিলেট শামছুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে ১ জনের মৃত্যু হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj