সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ " ধুসর শেওলা জমে আছে বিল্ডিং এর চারিপাশে, কোথাও কোথাও লজ্জাবতি গাছ আবার কোথাও বা জন্মেছে সাইকাস। সাইকাস গাছে শীত নিদ্রায় কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর কোন কোন কুনোব্যাংগ। আবার দেয়ালে কেউবা লিখেছেন মেসি রোনালদোদের স্টিকার, আবার কেউ কেউ লিখেছেন কাউকে উদ্দেশ্য করে চিরকুট।
এতক্ষণ বলছিলাম ৪২ বছর ধরে অবহেলায় পড়ে থাকা শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের পাশেই বেড়ে উঠা খাদ্য গুদামের কথা। জানা যায়, ১৯৭৯ সালে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের আমলে নির্মিত করা হয়েছিল বিশালাকৃতির একটি খাদ্য গুদাম।
আনুমানিক ৭ শতক জায়গার উপরে গড়ে উঠেছিল খাদ্যগুদামটি। খোজ নিয়ে জানা যায়, নির্মাণ করার কয়েকবছর চালু ছিল এই গুদাম, পরে অযাচিত কারণে বন্ধ হয়ে পড়ে এটি। অবহেলায় পড়ে থাকতে থাকতে আশেপাশের কেউ কেউ এই গুদামকে সাটারিং এর কাঠের ঘর, কখনো বা ধানের বীজ ঘর হিসেবে ব্যবহার করে আসছেন। আর কথিত আছে, অরক্ষিত এই বিল্ডিংটি রাতের বেলা ভুতোঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে খাদ্যগুদামের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ।
এই এলাকার মানুষদেরকে সরকারিভাবে ধান চাল বিক্রি করতে হলে যেতে হয় সুদূর শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে। দূরত্ব বেশি হওয়ায় এবং যাতায়াত খরচ বেশি লাগায় অনেকেই শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামে যেতে বিমুখী হয়ে পড়েন। অথচ নুরপুর ইউনিয়নের এই খাদ্যগুদামটি দেখভাল করার জন্য বা চালু করার জন্য নেই কোন উদ্যোগ।
সুরাবই গ্রামের প্রবীণ মুরব্বি মো. ইকবাল মিয়া জানান, আমরা ছোট বেলা দেখেছিলাম এই গুদামটি তৈরি করতে, কিন্তু ঠিক কি কারণে এটি বন্ধ রয়েছে আমার জানা নেই। তবে খাস জায়গায় নির্মিত এই গুদামটি চালু করা হলে অনেক মানুষই উপকৃত হত।
সুরাবই গ্রামের মুরব্বি সৈয়দ জিয়াউর রহমান বিল্পব জানান, তখনকার সময়ে নির্মাণ করা এই খাদ্যগুদামটি এখন ভুতুরে ঘর হিসেবেই পড়ে আছে। বর্তমানে এরকম একটি গুদাম নির্মাণ করতে হলে কয়েক কোটি টাকার প্রয়োজন হবে। আমার মনে হয়, এই বিল্ডিংটিকে কিছুটা মেরামত করলেই পুনরায় চালু করা যেতে পারে, এতে করে এলাকার হাজারো মানুষ এর সেবা নিতে পারবে।
এ ব্যাপারে নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ মুরব্বি সৈয়দ গাজিউর রহমান জানান, সিলেট জেলা কাউন্সিলের অধীনে এই খাদ্য গোডাউনটি নির্মাণ করা হয়েছিল। কয়েকবছর এটি চালু ও ছিল, পরে ভবনের ত্রুটি থাকায় পরে আর ব্যবহার করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে পুনঃ সংস্কার করে এটি চালু করা যেতে পারে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলদার মাহমুদ জানান, এই ভবনটি আমাদের অধীনস্থ নয়, আপনি বিএডিসিতে যোগাযোগ করতে পারেন।
এ বিষয়ে হবিগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক ( বীজ বিপনন) আনোয়ার হোসেন ভুইয়া জানান, আমার জানামতে এটি আমাদের আওতাভুক্ত নয়, তারপরেও আমি বিষয়টি খোজ নিয়ে দেখব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj