এস এম সুরুজ আলী ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতি দিবসটিকে ৪৩ বছর পূর্তি হিসেবে পালন করবে। মহান বিজয় দিবস উদযাপনে হবিগঞ্জ জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতরাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জ-এ পুষ্পস্তবক অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বিজয় দিবসে হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জ-এ পুষ্পস্তবক অর্পন, জেলার প্রথম শহীদ দুই মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন এবং মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড মরহুম মেজর জেনারেল এমএ রব, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক মরহুম মোস্তাফা আলী, মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও শামসুল হোসেন উমদা মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ। সকাল ৮টায় জালাল স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস, গাইড-এর মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে সংবর্ধনা প্রদান এবং একই সময়ে জালাল স্টেডিয়ামে বালকদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা পর্যায়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ১১টায় শিশু একাডেমী প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৪টায় জালাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট বনাম সদর উপজেলা ইউনিটের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাড়ে ৪টায় একই স্থানে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় নিমতলায় সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। একই স্থানে রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, মন্দির গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। পাশাপাশি সিনেমাগুলোতে বিনা টিকেটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযথভাবে বিজয় দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj