আকিকুর রহমান রুমনঃ-সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও রেহাই পাচ্ছেনা এই মহামারি করোনার থাবা থেকে।
কিন্তু এনিয়ে মাদক ব্যাবসায়ীদের কি আসে যায়।তাদের কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে।থেমে নেই তাদের মাদক ব্যাবসা দিন-দিন তাদের ব্যাবসায়ীর সংখ্যা এবং সেবনকারী বেড়েই চলছে।এসবের লাগাম টেনে ধরার মতো যেনো কেউই নেই।অন্যদিকে এসব অপরাধ নির্মূলে কাজও করে যাচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে ১০০পিছ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ব্যাবসায়ী হলো বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের রমীজ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনির(২৪)।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়,আজ ২জুলাই(শক্রুবার) পৌনে ১২টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন চৌধুরী বাজার এলাকায় তাদের মাদক বিরুদী অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কামড়াপুর থেকে ইকরাম যাওয়ার রাস্তায় ইয়াবা বিক্রি হচ্ছে।
এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবির এস,আই মোজাম্মেল মিয়া,এস,আই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান পরিচালনা করতে ঐ এলাকায় অবস্থান নেয়।এসময় ডিবি পুলিশের বিষয়টি আচ করতে পেরে গ্রেফতারকৃত ব্যাবসায়ী ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ডিবি পুলিশ ধাওয়া করে ইকরাম যাওয়ার ভিতরের রাস্তার নয়াপাথারিয়ার গ্রামের রমিজ মিয়ার বাড়ির সামন থেকে পৌনে ১টার দিকে মূল ইয়াবা ব্যাবসায়ী মনিরকে গ্রেফতার করতে সক্ষম হন।
এসময় তার কাছ থেকে ১০০পিছ ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করা হয়।এবং থাকে ডিবি কার্যলয়ে হাজীর করে একটি সাধারণ ডায়েরি করা হয় যাহার নং-৯।
পরে মনিরকে অনেক জিজ্ঞাসাবাদ কালে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলেও জানায় ডিবি পুলিশ।পরে গ্রেফতারকৃত মনিরসহ পালিয়ে যাওয়া মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
এব্যাপারে অপারেশন পরিচালনা ডিবির এস,আই মোজাম্মেল মিয়া জানান,তার দেওয়া তথ্যসহ বানিয়াচংয়ের চিহ্নিত ইয়াবা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করবেন বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য,বানিয়াচং উপজেলা সদরের ভিতরে ১০/১৫টি স্পটে এবং কয়েকটি বাড়িতে ইয়াবার মজমাসহ ইয়াবা ব্যাবসা পরিচালনা করে আসছে ১৫/২০জনের মতো চিহ্নিত পুরাতন ও নতুন ব্যাবসায়ী।
যার কারনে দিন-দিন যুব সমাজ ধ্বংসসহ চুরি-ডাকাতির ঘটনা ও অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে।তাই এসবের লাগাম টেনে ধরতে শীঘ্রই হবিগঞ্জের জেলা প্রশাসক ও শৃঙ্খলাবাহিনীর সুদৃষ্টি কামনা করছেন বানিয়াচংবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj