বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মা ও শিশুর সুরক্ষায় সংক্রমন নিয়ন্ত্রন,নিরাপদে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর লক্ষ্যে কর্মশালাটি অনুষ্টিত হয়েছে।
কর্মশালাটিতে মা ও শিশু সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর হার হতাশাজনক।
প্রসবকালীন জটিলতায় মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে আমরা পিছিয়ে আছি।
এ বিষয়ে কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশার বক্তারা সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশপাশি সরকারি চিকিৎসা কেন্দ্রে লোকজনকে নিয়ে আসার জন্য জনসচেতনতা ও আস্থার পরিবেশ তৈরির সুপারিশ করেছেন।
১৪ জুন সোমবার সকাল ১১টায় বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে কর্মশালাটি অনুষ্টিত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে পায়াক্্ট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় ডাঃ মেহেরাজ শারমীনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তার ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
উপস্থিত ছিলেন ডাঃ সালাউদ্দিন সজীব,ডাঃ উশতিয়াক মাহমুদ,ডাঃ রাজীব চক্রবর্তী,ডাঃ মার্জিয়া সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীগন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj