সিলেট: সিলেটের লাক্কাতুড়া চা বাগান থেকে শিশুসহ এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টায় তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।
আটক নারীর নাম স্বপ্না বেগ (২৫)। সে ভারতের কলকাতা মনপুর এলাকার স্বপন দেবের স্ত্রী।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন আটকের বিষয়াটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লাক্কতুড়া চা বাগানের চা শ্রমিক নেতা রাজু গোয়ালা ও বাহাদুর মেম্বারের কাছ থেকে জানতে পারি, বাগানে শিশুসহ একজন ভারতীয় নারী বাগানে এসেছে। খবর পেয়ে পুলিশ শিশুসহ ভারতীয় ওই নারীকে আটক করে।’
এদিকে ভারতীয় নারী আটকের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকরা বিমানবন্দর থানায় উপস্থিত হন।
এসময় স্বপ্না বেগ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘বাড়িতে মা নেই, স্বামীও আমাকে তালাক দিয়েছে। তাই আমি দেড় বছরের শিশু সৌরভকে নিয়ে মামা সুদ্বীপ দেবের সঙ্গে কাজের উদ্দেশ্যে বাংলাদেশে আসি।’
গত ১২ মে মঙ্গলবার বেনাপুল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন জানিয়ে স্বপ্না বেগ বলেন, ‘বাংলাদেশে আসার পর মামা সুদ্বীপ দে আমাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সিলেট কদমতলী বাস টার্মিনালে নেমে মামা আমাকে রেখে পালিয়ে যায়।’
পরে তিনি মামার সন্ধান করতে থাকেন। তখন বাস টার্মিনালের অনেকেই তাকে চা শ্রমিক মনে করে লাক্কাতুড়া চা বাগানে পাঠিয়ে দেন। বাগানে উঠে চা শ্রমিকদের কাছে আশ্রয় চান তিনি। তখনই তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj