নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে দুটি গরুসহ চোর আলাল মিয়া (৩৮)কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই (নি.) গৌতম সরকারসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর (পূর্ব গ্রাম) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলাল মিয়া নবীগঞ্জ উপজেলার ১নং ইউপি’র আমড়াখাইর গ্রামের আব্দুর রহমানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আমড়াখাইর গ্রামে ষাঁড় জাতীয় ২টি গরু বাড়িতে বেঁধে রাখে। এলাকার লোকজনের নজরে আসার পর থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক বিশেষ অভিযান চালিয়ে ২টি গরুসহ চোর চক্রের সদস্য আলাল মিয়াকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার সঙ্গিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আলাল মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় চোর চক্রের সহযোগিতায় গরু চুরি করে কেনাবেচা করে আসছিল। এ ঘটনার সাথে জড়িতদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।
আটককৃত চোর স্বীয় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়েছে বলে তিনি জানান।
এদিকে গরুর মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করতে পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj