নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে "পুষ্টি মেধা দারিদ্র বিমোচন,প্রাণী সম্পদের আয়োজন" প্রতিপাদ্য বিষয়ের আলোকে প্রাণীসম্পদ প্রর্দশনী মেলা ২০২১ নবীগঞ্জ জে,কে স্কুল মাঠে শনিবার (০৫ জুন) দুপুরে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ প্রর্দশনীর উদ্বোধন করেন,নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,কাওসার আহমদ, নুরুল আমিন, আসিফ ইকবাল প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ফয়েজ আহমদ,গীতা পাঠ করেন জিতেন্দ্র সরকার। দিনব্যাপী মেলায় ৩ টি ক্যাটাগরীতে ৯ জনকে পুরস্কার এবং অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, আমাদের দেশের যুবকরা বিদেশমুখী না হয়ে দেশীয় শিক্ষা অর্জন করে নিজেরাই বিভিন্ন গবাধি পশুর খামার করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। সে জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঋনও প্রদান করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj