জুয়েল রহমান, বানিয়াচং থেকেঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে বড় ভাইয়ের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোট বোন।
মৃত ভাইয়ের নাম মোঃ ছায়েদ মিয়া(৭০)ওরফে আকল মিয়া।
ভাইয়ের লাশ দেখে মৃত্যুবরনকারী বোনের নাম সমরাজ বেগম(৫৫)।ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে ২ জুন বুধবার সকাল ৭টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের কালিকাপাড়া গ্রামে।
এলাকাবাসী জানিয়েছেন কালিকাপাড়া গ্রামের মৃত বাছির উল্লার পুত্র ছায়েদ মিয়া মঙ্গলবার দিবগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়ীতে স্টোক করে মারা যান।
বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে বুধবার সকালে পাশ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের স্বামীর বাড়ি থেকে ছুটে আসেন ছোট বোন সমরাজ বেগম।
এ সময় তিনি মৃত ভাইয়ের মুখ দেখে চিৎকার করেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে চিকিৎসক এসে জানান সমরাজ বেগমও স্টোক করে মারা গেছেন।
৯ সন্তানের জননী সমরাজ বেগম শিবপাশা গ্রামের মোঃ একমত আলীর স্ত্রী।
ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু সংবাদ মহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরবর্তীতে এই সংবাদ শিবপাশা ছড়িয়ে পড়লে সেখানেও এক শোকের ছায়া নেমে আসে।
এমনকি সেখান থেকে লোকজন এসে তার লাশ নিয়ে যান শিবপাশা গ্রামে এবং জানাজার নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
এদিকে তার ভাইকেও কালিকাপাড়া কবরস্থানে জানাজার পরে তার লাশ দাফন করা হয়।
এই দুই মৃত্যুর ঘটনায় বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা ও কালিকাপাড়া গ্রামের সর্দার আঙ্গুর মিয়া জানান,বিষয়টি মর্মান্তিক ও হৃদয়বিধারক। ভাইয়ের লাশ দেখতে এসে ছোট বোনও মারা গেছেন। পরিবারটির সদস্যদের ব্যাথা অসহনীয়।
আমার পড়শী হিসেবে আমি নিজেও খুব ব্যাথিত হয়েছি। মহান আল্লাহপাক যেন তাদেরকে শোক কাটিয়ে উঠার ক্ষমতা দান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj