নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ বানিয়াচং সড়কে বেইলী ব্রীজগুলো ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। ফলে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ওই ব্রীজ দিয়ে চলাচল করছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে হতহাতের ঘটনা ঘটতে পারে।
জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচং পর্যন্ত বেইলী ব্রীজসহ ১০টি ব্রীজ রয়েছে। এর মধ্যে আতুকুড়া, রতœা ও শুটকি ব্রীজটি বেশি ঝুঁকিপূর্ণ। ব্রীজের গোড়া ভেঙ্গে পড়ছে। এছাড়া ব্রীজের উপর স্লিপার পড়ে যাচ্ছে। এসব ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, শুটকি ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় শুটকি ব্রীজের স্লিপার ভেঙ্গে ট্রাক্টরের চাকা গর্তে পড়ে যায়। এতে আহত হয় ২ জন। অনেকেই অভিযোগ করেন বারবার সড়ক ও জনপথ বিভাগকে বলেও এর কোন সমাধান হচ্ছে না। ব্রীজতো যেমন তেমন রাস্তার আরো বেহাল দশা। এ রাস্তা দিয়ে চলাচল করলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আবার অনেক যানবাহন বিকল হয়ে যায়। এ ব্যাপারে আশু পদক্ষেপ নেয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj