চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের রাজার বাজারে ১০০ বছরের পুরোনো ইট সলিং রাস্তায় দেয়াল তৈরী নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
(২ জুন) বুধবার সন্ধায় বিষয়টি মিমাংসার লক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম,কালিমন্দিরের সভাপতি ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুরী ও তার ভাই উছমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ পার্থসারথি রায় চৌধুরী,স্থানীয় মেম্বার দুলাল ভুইয়া,সোহেল মেম্বার, শাফিয়া মেম্বার,কাশেম মাষ্টার, হিমাংশু ঘোষ, কনক লাল ঘোষ,কালি মন্দিরের সেক্রেটারী কার্তিক চন্দ্র রায়সহ ২ শতাধিক মুরুব্বী বৈঠক করে ব্যার্থ হন।
কনকলাল ঘোষ রতন জানান,১শ বছরের পুরোরো সরকারী এলজিএসপি প্রকল্পে নির্মিতি রাস্তা খনন করে দেয়াল তৈরী করা মানে বোকার রাজ্যে বাস করা।দেয়াল নির্মান হলে কয়েকটি বাড়ির রাস্তা বন্ধ হয়ে যাবে।একই কথা বলেন স্কুল শিক্ষক চন্দ্র শেখর ও কানু নামে দুজন ভোক্তভোগী। তারা সরকারী রাস্তায় যাতে কেউ জবরদস্তি না করতে পারে, সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
অপরদিকে কালি মন্দিরের সভাপতি ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুরী ও সেক্রেটারী কার্তিক চন্দ্র রায় বলেন রাস্তার জায়গাটি কালি মন্দিরের জমিতে করা হয়েছে।তখন বিষয়টি তখন কারো নজরে পড়েনি।এখন জমি মাপযোগ করে দেখা যায় মন্দিরের জমি কম।তাছাড়া মন্দিরের নিরাপত্তার জন্য দেয়াল তৈরী করা খুবই জরুরী।
স্থানীয় চেয়ারম্যান ৮ ফুট রাস্তা রেখে দেয়াল নির্মানের জন্য প্রাথমিকভাবে মত প্রকাশ করলেও উভয় পক্ষের সমঝোতা হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj